ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে জেমিনি সি ফুড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
টপ লুজারে জেমিনি সি ফুড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনি সি ফুড কোম্পানি লিমিটেড সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৮৫ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ২৫১ টাকায়।



দিনভর এই শেয়ার ২৫০ টাকা ১০ পয়সা থেকে ২৬৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল আর্থিক খাতের ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন এর শেয়ার দর ৯০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা ৯০ পয়সায়।

দিনভর এ শেয়ার ১৬ টাকা ৮০ পয়সা থেকে ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ জিএসপি ফিন্যান্স, পঞ্চম রেকিট বেনকিজার, ষষ্ঠ ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সপ্তম সিঅ্যান্ডএ টেক্সটাইল, অষ্টম নর্দার্ন জুট, নবম ন্যাশনাল ফিড এবং দশম স্থানে ছিল ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
 
বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।