ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রাইট শেয়ার ছাড়বে জিপিএইচ ইস্পাত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
রাইট শেয়ার ছাড়বে জিপিএইচ ইস্পাত

ঢাকা: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১:১ হারে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি) রাইট শেয়ার রাইট ইস্যু করবে।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেবে কোম্পানিটি। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা।

মঙ্গলবার(৩১ মার্চ’২০১৫) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ এপ্রিল বিশেষ সাধারণ সভা(ইজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১১টায় হোটেল আগ্রাবাদ চট্টগ্রামে ইজিএম অনুষ্ঠিত হবে।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার কাছে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন চেয়ে আবেদন করা হবে। বিএসইসি অনুমোদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের কাছ থেকে আবেদন আহ্বান করবে কোম্পানি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।