ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঢাকা ব্যাংকের স্টকসহ ২৪% লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ঢাকা ব্যাংকের স্টকসহ ২৪% লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।



বৃহস্পতিবার(৯ এপ্রিল’২০১৫) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামী ১৩ মে বিকাল ৩টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

আলোচ্য হিসাব বছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৯ পয়সা, দায় বাদে শেয়ার প্রতি সম্পদ মূল্য(এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৮২ পয়সা, এবং শেয়ার প্রতি নগদ অর্থের যোগান (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ২৬ পয়সা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।