ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রাইট শেয়ার ছাড়বে বঙ্গজ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
রাইট শেয়ার ছাড়বে বঙ্গজ ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছে। বুধবার (২২ এপ্রিল’২০১৫)ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র মতে, বঙ্গজ ১:৩ অর্থাৎ ১ শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে; তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না। এজন্য আগামী ৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিষয়টিতে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ মে বিশেষ সাধারণ সভা(ইজিএম)অনুষ্ঠিত হবে। ওইদিন কাকরাইলস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টি পারপাস হলে এ সভা অনুষ্ঠিত হবে।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চেয়ে আবেদন করবে কোম্পানিটি।

বিএসইসির অনুমোদন পাওয়া গেলে রাইট শেয়ারের অধিকার নির্ধারণের জন্য রেকর্ড তারিখ ঘোষণা করা হবে। এই তারিখ পর্যন্ত যাদের হাতে শেয়ার থাকবে তারাই রাইট শেয়ার কেনার জন্য যোগ্য বিবেচিত হবেন। পরে কোম্পানির দেওয়া সময়ের রাইট শেয়ারের জন্য আবেদনপত্রসহ টাকা জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।