ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এসআইবিএল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের সার্টিফিকেট বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআইবিএল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের সার্টিফিকেট বিতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ৩০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে।

সম্প্রতি ঢাকার পূর্বাণী হোটেলে এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক প্রধান অতিথি হিসেবে বিনিয়োগকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।

এসআইবিএল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডে ১৩টি প্রতিষ্ঠান বিনিয়োগে অংশগ্রহণ করেছে। এগুলো হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।