ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসি-ডিএসই জরুরি বৈঠক বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বিএসইসি-ডিএসই জরুরি বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: দেশের পুঁজিবাজারগুলোর বর্তমান অবস্থার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে জরুরি বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় বিএসইসি’র সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতিসহ অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণের ব্যাপারে আলোচনা হবে বৈঠকটিতে।  

সূত্র আরও জানায়, শেয়ারবাজারের বর্তমান অস্থিতিশীল অবস্থায় আগামী বাজেট ঘোষণা নিয়ে অস্বস্তি বোধ করছে সরকার। আগামী জুনে বাজেট ঘোষণার আগেই শেয়ারবাজারকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায় সরকার। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে।
 
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এএসএস/এসইউ//এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।