ঢাকা: আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও আবেদন ফরমে দেওয়া ব্যাংক একাউন্ট নম্বরে পাঠিয়েছে।
বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের(সিডিবিএল) মাধ্যমে এই লভ্যাংশ পাঠানো হয়েছে।
ফারইস্ট ফিন্যান্স সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এই প্রতিষ্ঠানের যেসব বিনিয়োগকারীরা এখনও লভ্যাংশ পায়নি, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। এছাড়া কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস ইউনুস সেন্টার(লেভেল-৮) ৫২-৫৩, দিলকুশাতে যোগাযোগও করা যাবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এনএস