ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আবারও সূচকের উল্লম্ফন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৫
আবারও সূচকের উল্লম্ফন

ঢাকা: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও (১১ মে) দেশের শেয়ারবাজারের মূল্য সূচকে বড় ধরণের উল্লম্ফন ঘটেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে উর্ধ্বমুখীতা বিরাজ করছে।

 
 
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ১৭০ পয়েন্ট।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৫৭ পয়েন্ট।
 
বেলা ১১টায় ডিএসইএক্স সূচক কিছুটা নিম্নমুখী হয়। তবে তা আগের দিনের তুলনায় উর্ধ্বমুখী থাকে। এসময় ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট।
 
এরপর আবারও উর্ধ্বমুখী হয় সূচক। ১১টা ১০ মিনিটে সূচক বাড়ে ৫১ পয়েন্ট,  ১১টা ২০ মিনিটে বাড়ে ৫৫ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ৪০ পয়েন্ট, ১১টা ৪৫ মিনিটে বাড়ে ২৫ পয়েন্ট।
 
এরপর দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক বেড়ে দাঁড়ায় ৩৪ পয়েন্টে, সাড়ে ১২টায় ৭৮ পয়েন্ট, দুপুর ১টায় ৯৫ পয়েন্ট, দেড়টায় ১০১ পয়েন্ট, ২টায় ৮৩ পয়েন্ট এবং দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭২ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬২৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৭৫ কোটি ৯০ লাখ টাকা বেশি।
 
লেনদেন হওয়া ২০৮ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন, এমজেএল, বেক্সিমকো, কেপিসিএল, এসপিসিএল, এসিআই ফর্মুলেশন, আরএকে সিরামিকস ও অগ্নি সিস্টেম।

অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি, কমেছে ৬২টি ও অপরিবর্তিত রয়েছে ১২টি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৫/ আপডেট: ১৫২৪
এএসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।