ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লভ্যাংশ সরাসরি পাবেন না মার্জিন ঋণগ্রহীতারা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
লভ্যাংশ সরাসরি পাবেন না মার্জিন ঋণগ্রহীতারা

ঢাকা: এখন থেকে তালিকাভুক্ত কোম্পানি বা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সরাসরি পাবে না ব্রোকারেজ হাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কেনা বিনিয়োগকারীরা। এসব বিনিয়োগকারীর লভ্যাংশ ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে যাবে।



পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন থেকে মার্জিনধারী বিনিয়োগকারীরা কোনো কোম্পানির রাইট শেয়ার অন্য কারও নামে স্থানান্তর (রিনানসিয়েশন) করতে পারবে না বলেও ‌উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবারের কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিপি তথা ব্রোকারেজ হাউজ তার প্রতিষ্ঠানের মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের নাম ও বিও হিসাবের তালিকা সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠাবে। কোম্পানি সংশ্লিষ্ট সব বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশের অর্থ সরাসরি ব্রোকারেজ হাউজের ব্যাংক হিসাবে জমা দেবে অথবা ওই পরিমাণ অর্থের চেক (ডিভিডেন্ড ওয়ারেন্ট) দেবে। সেখান থেকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিতরণ করবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।