ঢাকা: বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর বাড়ার পেছেনে কোনো সংবেদনশীল তথ্য নেই।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নোটিশের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৯ কোটি ২৩ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১১২ কোটি ১৯ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ২৩ শতাংশ, ২২ দশমিক ১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও দশমিক ৪৭ দশমিক ৫৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এনএস/