ঢাকা: টানা দর পতনের বৃত্তে চলে গেছে দেশের শেয়ারবাজর। গত চার কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ মে) টানা পঞ্চম দিনের মতো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন ঘটেছে।
মূল্য সূচক পতনের একই দৃশ্য দেখা যাচ্ছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বুধবার টানা তিন কার্যদিবসের মতো মূল্য সূচকের পতন ঘটেছে সিএসইতে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৩২ পয়েন্ট। সূচকের সঙ্গে লেনদেনও কমেছে এই বাজারে। দিন শেষে ডিএসইতে আগের দিনের তুলনায় ৭ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার সিএসইতে দিনের লেনদেন শেষে সিএসইএক্স সূচক কমেছে ৫০ পয়েন্ট।
বুধবারের লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে ৫ মিনিটের ব্যবধানেই সূচক নিম্নমুখী হয়ে পড়ে। বেলা ১০টা ৪০মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট পড়ে যায়।
পরবর্তী ২০ মিনিটের লেনদেনে মূল্য সূচকের এ ঋণাত্মক প্রবণতা অব্যাহত থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৮ পয়েন্ট।
এরপর কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক বাড়ে ২ পয়েন্ট।
এরপর আবার নিম্নমুখী হয় সূচক। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে যায়। দুপুর ১২টা সূচক কমে ১৪ পয়েন্ট, সাড়ে ১২টায় কমে ৩০ পয়েন্ট, দুপুর ১টায় কমে ৩৭ পয়েন্ট এবং দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৭ পয়েন্টে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৭০ লাখ টাকা কম। লেনদেন হওয়া ১১৪ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের
শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, এএফসি অ্যাগ্রো ও ফ্যমিলি টেক্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হয়েছে মাত্র ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টি, কমেছে ১৩৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এএসএস/এএ