ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার(৬ জুলাই’২০১৫) নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বেলা পৌনে ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০ টি কোম্পানির। আর দর কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। লেনদেন হয়েছে ২৮৩ কেটি টাকার উপরে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৯পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৪ পয়েন্টে।

সিএসইতেও সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।