ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লোগোয় পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
বুধবার (০৮ জুলাই’২০১৫) প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লোগো পরিবর্তনের এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন ও পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত থেকে নতুন লোগো উন্মোচন করেন।
এর পরপরই প্রতিষ্ঠানটির ওয়েবপেজ থেকে পুরাতন লোগোটি সরিয়ে নতুন লোগো ব্যবহার করা হয়।
সংবাদ সম্মেলনে আবদুল মজিদ বলেন, তেমন কিছু না। শুধু নতুন একটি উদ্দীপনা আনার জন্য লোগোতে পরিবর্তন আনা হয়েছে। আমাদের আগের লোগোটি যখন অন্য কোথাও ছাপানো হয় তখন নিচে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেখাটা দেখা যায় না। নতুন লোগোতে এ সমস্যা নেই।
নতুন লোগো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন।
তিনি বলেন, বেশ কয়েকটি রঙের সম্মিলিত গ্রাফিকাল ওয়েভ ব্যবহৃত হয়েছে নতুন লোগোতে। যা ফিবোনাচ্চি ব্যান্ডস নামে বিশ্ব পুঁজিবাজারে পরিচিত ও কোম্পানির শেয়ার এনালাইসিসের জন্য জনপ্রিয়।
মারুফ মতিন বলেন, ফিবোনাচ্চি সিকোয়েন্সগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। যা একটি সোনালী ও সফল ভবিষ্যতের প্রতীক ও ম্যাথ ম্যাজিশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এএসএস/এনএস