ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের 'বি' ক্যাটাগরির কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেড। আলোচিত সপ্তাহে ২৫ দশমিক ৪০ শতাংশ দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কোম্পানিটি।
বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে মুন্নু সিরামিক দৈনিক গড়ে লেনদেন করেছে ৪৫ লাখ ৪৪ হাজার ৪০০ টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার।
একইভাবে কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে আগের বছরের তুলনায় লোকসানে থাকা সত্ত্বেও এর শেয়ার দর বেড়েই চলেছে।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৩ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ২০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫৫ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।
এছাড়াও সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২৪ দশমিক ৫৯ শতাংশ, আরামিট সিমেন্টের ২৩ দশমিক ৬২ শতাংশ, লিন্ডে বিডির ১৬ দশমিক ৬৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ১২ দশমিক ৭৫ শতাংশ, এসিআই লিমিটেডের ১১ দশমিক ৭১ শতাংশ, ন্যাশনাল ফিডের ১১ দশমিক ৩৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১০ দশমিক ২৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৯ দশমিক ৫৬ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোর শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এনএস