ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লুজার তালিকার শীর্ষে প্রাইম লাইফ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
লুজার তালিকার শীর্ষে প্রাইম লাইফ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার(২১ জুলাই’২০১৫) লুজারের শীর্ষে অবস্থান করছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৬৪ শতাংশ(৫ টাকা ৮০ পয়সা)।

 

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি ৪০ টাকা ৬০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির  ৮২ হাজার ৭৯৬টি শেয়ার ১৯৫ বারে লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার। এদিন কোম্পানিটির শেয়ার দর  ৩ টাকা বা ৬ দশমিক ২৪ শতাংশ কমেছে। সর্বশেষ লেনদেন হয় ৪৫ টাকা ১০ পয়সায়। কোম্পানির  ১ লাখ ৬০ হাজার ৭২৯টি শেয়ার ৫৫৩ বারে লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এ ফান্ডটির ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ ইউনিট দর কমেছে।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিং (৫ শতাংশ),এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ১৬ শতাংশ), ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৮ শতাংশ), মডার্ন ডায়িং(৩ দশমিক ৯৪ শতাংশ), ন্যাশনাল টি (৩ দশমিক ৭০ শতাংশ), ইস্টার্ন ইন্স্যুরেন্স (৩ দশমিক ২৮ শতাংশ) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড(৩ দশমিক ২৬ শতাংশ)।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।