ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৮’শ কোটি টাকা ছাড়ালো ডিএসই’র লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
৮’শ কোটি টাকা ছাড়ালো ডিএসই’র লেনদেন

ঢাকা: এক কার্যদিবসের ব্যবধানে আবার উর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজা্র। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।



সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার(০২ আগস্ট’২০১৫) দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলানায় ১৭৬ কোটি ৬৭ লাখ টাকা বেশি।
 
এর আগে সর্বশেষ ডিএসইতে ৮ কোটি টাকার ওপরে লেনদেন হয় গত ২৩ জুলাই। ওই দিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৮১৩ কোটি ৯৪ লাখ টাকা। তার আগে গত জুনের ১ তারিখে ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন হয়।
 
রোববারের লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৯টি কোম্পানির শেয়ারের দাম আগের দিনের অবস্থাতেই রয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১৪১টি কোম্পানির শেয়ার।

আর দাম কমেছে ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার। অর্থাৎ দিন শেষে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর টানা উর্ধ্বমুখীতায় ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২১ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ৯ পয়েন্ট।
 
এক পর্যায়ে বেলা ১১টা ১৪ মিনিটে ডিএসইএক্স সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এ সময় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়।
 
অবশ্য এর ৫ মিনিটের ব্যবধানেই আবার উর্ধ্বমুখী হয় সূচক। দিনের লেনদেনের বাকি সময় সার্বক্ষণিক উর্ধ্বমুখী থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায়  বাড়ে ৪ পয়েন্ট।
 
দুপুর সাড়ে ১২টায় ডিএসএইএক্স সূচক আগের দিনের ১৯ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১ টায় সূচক বাড়ে ১৪ পয়েন্ট। দুপুর ২টায় সূচক বাড়ে ৫ পয়েন্ট। আর লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- লাফার্জ সুরমা সিমেন্ট, কেপিসিএল, বেক্সিমকো ফার্মা, ডেসকো, ফার কেমিক্যাল, শাশা ডেনিম, জিপি, বিএসআরএম, বিএসআরএম স্টিল ও অলেম্পিক এক্সেসরিজ।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টি, কমেছে ১২৬টি ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।