ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৯’শ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
৯’শ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

ঢাকা: টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে দেশের উভয় শেয়ারবাজর। মূল্য সূচকের সঙ্গে প্রতিদিন বাড়ছে লেনদেনের পরিমাণও।



সপ্তাহরে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা তৃতীয় দিনের মতো মূল্য সূচক বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।

অপরদিকে ডিএসইতে দিন শেষে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি।

আর সিএইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি।

এর আগে ডিএসইতে টানা দুই দিন ৮শ’ কোটি টাকার উপরে লেনদেন হয়। আর শেষ ১০ কার্যদিবসের প্রতিদিনই ডিএসইতে ৬শ’ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এরমধ্যে ৮শ’ কোটি টাকার উপরে লেনদেন আছে ৪ দিন এবং ৭শ’ কোটি টকার বেশি লেনদেন হয়েছে ৩ দিন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যহত থাকে।

প্রথম আড়াই ঘণ্টায় লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

তবে শেষ ঘণ্টায় এসে বেশকিছু প্রতিষ্ঠানের দর কমে যায়। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত আছে ৩৯টির দাম।

এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ২৭ পয়েন্ট।

বেলা সাড়ে ১১টায় বাড়ে ৩০ পয়েন্ট, দুপুর ১২টায় বাড়ে ২৬ পয়েন্ট। সূচকের এ ঊর্ধ্বমুখী ভাব অব্যহত থাকায় দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় বাড়ে ২৮ পয়েন্ট, ১টায় বাড়ে ২৫ পয়েন্ট।

এরপর সূচকে কিছুটা নিম্নমুখী ভাব দেখা দেয়। তবে লেনদেনের শেষ পর্যন্ত সূচক ধনাত্মকই থাকে। দুপুর দেড়টায় ডিএসইএক্স সূচক বাড়ে ১৬ পয়েন্ট, দুপুর ২টায় বাড়ে ৬ পয়েন্ট এবং দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ফ্যামেলি টেক্স, ইউনাইটেড পাওয়ার ও এসপিসিএল।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি, কমেছে ৯৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩১টি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এএসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।