ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেন শীর্ষে ইউনাইটেড পাওয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
সাপ্তাহিক লেনদেন শীর্ষে  ইউনাইটেড পাওয়ার

ঢাকা: ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে(২-৬ আগস্ট’২০১৫) লেনদেনে নেতৃত্ব দিয়েছে এ ক্যাটাগরির ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি এক কোটি ১৪ লাখ ৩১ হাজার ৪২৫টি শেয়ার লেনদেন করেছে।

যার বাজার মূল্য ছিল ১৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ ফার্মা সিমেন্ট সপ্তাহজুড়ে ১ কোটি ১ লাখ ৮০ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ১২৭ কোটি ৯৪ লাখ ৬১ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক সপ্তাহজুড়ে ১১০ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড, বেঙ্মিকো ফার্মা, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এবং শাশা ডেনিমস।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।