ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

কারিগরি জটিলতায় ডিএসই’তে লেনদেন শুরু হয়নি

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
কারিগরি জটিলতায় ডিএসই’তে লেনদেন শুরু হয়নি

ঢাকা: কারিগরি জটিলতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) বুধবারের(১২ আগস্ট’২০১৫) লেনদেন এখনও শুরু হয়নি।

সপ্তাহের অন্যান্য কার্যদিবসে নিয়ম মোতাবেক সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হলেও বেলা ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত লেনদেন শুরু হয়নি।



এর আগেও বেশ কয়েকদিন ডিএসই’র লেনদেনে সমস্যা হয়।

ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে বলেন,  কারিগরি ক্রুটির কারণে লেনদেন শুরু করা যাচ্ছে না। বিষেষজ্ঞরা কাজ করছেন।

লেনদেন শুরু হওয়ার নির্দিষ্ট সময় তিনি বলতে  পারেন নি।

এর আগে গত ২৪ মে শেষ সার্ভার সমস্যার কারণে ঠিক সময়ে লেনদেন শুরু করা যায়নি। শেষ পর্যন্ত কারিগরি ক্রুটি সংশোধনের পর ওইদিন বেলা ২টা ২০ মিনিটে লেনদেন শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫/আপডেটেড-১২০৫ ঘণ্টা
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।