ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন একশ’ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন একশ’ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ আগস্ট) প্রথম ঘণ্টার লেনদেনে উভয় বাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখীতা বিরাজ করছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় একশ’ কোটি টাকা।

আর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৮ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৫ কোটি টাকার ওপরে। সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২০ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১২ পয়েন্ট।

মূল্য সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের প্রথমঘণ্টা অব্যহত থাকে। লেনদেন শুরুর পর বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১২ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ১২ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১২০ কোটি ৬৫ লাখ টাকা।

লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৭৪টি এবং অপরিবর্তীত আছে ৬০টি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুডস, এনবিএল, এসপিসিএল, ইফাদ অটোস, ন্যাশনাল ফিড, সমরিতা হাসপাতাল, স্কয়ার ফার্মা, আলহাজ্ব টেক্সাটাইল ও ফার কেমিক্যাল।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকা।

লেনদেন হওয়া ৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৩৮টি এবং অপরিবর্তীত আছে ৩১টির দাম।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।