ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রাইম ইসলামী লাইফের এজিএম ৩১ আগস্ট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
প্রাইম ইসলামী লাইফের এজিএম ৩১ আগস্ট

ঢাকা: তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হবে।



কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হবে বোনাস শেয়ার আকারে। যা এ সভায় অনুমোদিত হবে।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৪৪২; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৪ দশমিক ৪৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৬৫ দশমিক ৫৪ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।