ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (০৭ অক্টোবর) লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের শেয়ারবাজারে মূল্য সূচকে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে।

সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে প্রথম ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৪ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকার ওপরে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ২৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার ওপরে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়।

তবে পরের মিনিটেই ঘুরে দাঁড়ায় সূচক। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট।

এরপর আবার নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৯ পয়েন্ট। ১০টা ৫৫ মিনিটে কমে ১২ পয়েন্ট। বেলা ১১ টায় কমে ৮ পয়েন্ট।

এ পর্যায়ে এসে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ২ পয়েন্ট।

তবে ৫ মিনিটের ব্যবধানে আবার নিম্নমুখী হয়ে পড়ে সূচক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন হওয়া ১০২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে, দাম কমেছে ১১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ফার কেমিক্যাল, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, অলেম্পিক এক্সসরিজ, সাইফ পাওয়ার, কেপিসিএল, আ এ কে সিরামিক, বারাকা পাওয়ার ও লাফার্জ সুরমা সিমেন্ট।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। আর দাম কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত আছে ৩৮টি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।