ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ ডিসেম্বর) প্রথম ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। তবে ঊর্ধ্বমুখী রয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।


 
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
 
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১০৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৬টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৬ লাখ টাকা। লেনদেন হওয়া ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৫৭টির এবং অপরিবর্তীত রয়েছে ২২টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট।
 
এরপর সূচকের ঊর্ধ্বমুখীতা অব্যহত থাকায় সকাল ১০টা ৫০মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বাড়ে। ১১টায় বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১১টা ১০মিনিটে বাড়ে ৭ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট পড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে একহাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে একহাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, কাশেমড্রাইসেল, ডেল্টা লাইফ, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, শাশা ডেনিম, আফতাব আটোস, ফার কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।