ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এএমসিএলের (প্রাণ) ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এএমসিএলের (প্রাণ) ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৪-১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৩২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।


 
সভায় কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।
সভায় জানানো হয়, আলোচ্য বছরে বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির করপূর্ব মুনাফা ২০১৪-১৫ সালে ৭ দশমিক ১২ কোটি টাকা আয় হয়েছে।

মোট বিক্রয় ২১০ কোটি টাকায় উন্নীত এবং রফতানি ৩৪ দশমিক ৮ কোটি টাকা (নগদ সহায়তাসহ) হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।