ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ওঠানামায় লেনদেন চলছে

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সূচক ওঠানামায় লেনদেন চলছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামায় লেনদেন চলছে। তবে লেনদেনে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।



মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বাড়ে। এরপর বেলা ১১টার পর সূচক ১৩ পয়েন্টের মতো বেড়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই সূচক কমতে থাকে। বেলা সোয়া ১১টায় সূচক ২ পয়েন্ট কমে যায়।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি টাকার কিছু বেশি।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিতে রয়েছে ৪৮টি।
 
সিএসসিএক্স সূচকেও রয়েছে ওঠানামা প্রবণতা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সূচকটি বেড়েছে ৯ পয়েন্ট।
 
এ বাজারে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিতে রয়েছে ২৬টি। লেনদেন হয়েছে কোটি টাকার কিছু বেশি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।