ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন ও সূচক কমে সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
লেনদেন ও সূচক কমে সপ্তাহ শুরু

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।



রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ৩৫ কোটি টাকা কম। অপরবাজার সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি শেয়ারের।

লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৬ পয়েন্টে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি হলো- বিএসআরএম, জেমিনি সি ফুড, সিএমসি কামাল, মোজাফ্ফর হোসেন স্পিনিং, লিবার ইনফিউশন, ইস্টার্ন লুবরিকেন্ট, ড্যাফোডিল কম্পিউটার, প্রিমিয়াম সিমেন্ট, ফু ওয়াং সিরামিক ও গোল্ডেন সন লিমিটেড।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।