ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শেয়ারবাজার

৪০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল ইউনাইটেড এয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুন ১, ২০১৬
৪০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল ইউনাইটেড এয়ার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

বুধবার (০১ জুন) কমিশনের ৫৭৫তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

এ অনুমোদনের ফলে অভিহিত মূল্যে কোম্পানিটি ৪০ কোটি সাধারণ শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করতে পারবে।
 
প্রাইভেট প্লেসমেন্টের যেসব কোম্পানিকে শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয় সেগুলো হলো- সুইফট এয়ার কার্গো, ফিনিক্স এয়ারক্র্যাফট লিজিং ও টিএসি অ্যাভিয়েশন।

ইউনাইটেড এয়ার এ অর্থ এয়ারক্র্যাফ্ট ক্রয় ও বর্তমান দায় পরিশোধের কাজে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।