ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নয়দিন পর ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
নয়দিন পর ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান

ঢাকা: টানা নয় কার্যদিবস পর বৃহস্পতিবার (সেপ্টেম্বও ০১) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর আগের টানা আট কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (আগস্ট ৩১) ডিএসইতে সূচক বেড়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শুরু হয়ে চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এরপর সূচকের ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট, আর সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট।  

০১ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৫১ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।  

এদিন ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানির ১১ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯৮০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪০৭ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৯ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকার।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২.৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৯.০৪ পয়েন্ট, ডিএসি-৩০ মূল্যসূচক ৯.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৪.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫.৮৫ পয়েন্ট কমে ১১০৩.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪৩.৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৫ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি৯৪ লাখ ১৬ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ০৭  লাখ ২৮ হাজার ৬৩৮ টাকার।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।