ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টানা চারদিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
টানা চারদিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা চার কাদিবস সূচকের উত্থানের পর পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ অক্টোবর) সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে বাজার সংশ্লিষ্টরা এ অবস্থাকে মূল্যসংশোধন বলে মনে করেছেন।

আগের সপ্তাহের রোববারে মতোই নতুন সপ্তাহের প্রথম দিন ডিএসইতে সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা ২৫ মিনিট পরন্ত। এরপর সূচক বাড়ে সোয়া ১২টা পর‌্যন্ত। তবে দিনের বাকি সময় লেদেন হয় সূচকের ওঠানামায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৫ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট।

এর আগে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচক বেড়েছে। তবে তার আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয়েছিলো।

বোরবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪ কোম্পানির ১৮ কোটি ২১ লাখ ৬০ হাজার ২৩৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৫৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। এর আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৮৮ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫.০৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৮.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২২.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৬২.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১২২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫.৫৪ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮৯.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৪৩২ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৮৮১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৪০ লাখ ৭ হাজার ৫১৭ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।