ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ হাজার পয়েন্ট ছাড়ালো ডিএসই’র সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পাঁচ হাজার পয়েন্ট ছাড়ালো ডিএসই’র সূচক

দুই বছরের বেশি সময় পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫ হাজার ৫ পয়েন্টে ছিলো।

ঢাকা: দুই বছরের বেশি সময় পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫ হাজার ৫ পয়েন্টে ছিলো।

এদিন দেশের প্রধান দুই বাজারে সূচক বেড়ে লেনদেন শেষ হয়। ডিএসইতে ২৩ পয়েন্ট বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৬০ পয়েন্টে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৪৯ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৮৯৮৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ২১০ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮১ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯শ’ কোটি টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকার কিছু বেশি।

লেনদেন হওয়া ২৫৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।