ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী বাজারে সূচক বাড়লো টানা দশ কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ঊর্ধ্বমুখী বাজারে সূচক বাড়লো টানা দশ কার্যদিবস

নতুন বছরের প্রথম সপ্তাহ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। প্রথম চার দিনের ধারাবাহিতকায় দিনভর সূচকের ওঠানামার মধ্যে দিয়ে আলোচিত এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় বাজারে লেনদেন হয়েছে।

এ দিন টানা দশ কার্যদিবস সূচক বাড়লো উভয় বাজারে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫৮ পয়েন্টে।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৯ কোটি ১৩ লাখ ২৪ হাজার ২৩৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৯ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা।

এদিন তিন সূচকের পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮২ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির এবং আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।  
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৮ দশমিক ৩৮পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৮৬৪ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৫৭৪ টাকা। তার আগের দিন লেনদেন হয় ৮৩ কোটি ৯০ লাখ ২১ হাজার ৩৫৪ টাকা।  

লেনদেন হওয়া ২৬১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির এবং ২৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।