ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাড়ে ৫ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই ডিএসইর সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সাড়ে ৫ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই ডিএসইর সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের ধারা অব্যাহত রয়েছে। গত ৮ জানুয়ারি পুঁজিবাজারে সূচক সামান্য কমার পর নতুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জানুয়ারি) পর্যন্ত টানা ছয় কার্যদিবস ক্রমাগত উভয়বাজারে সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

আগের দিনগুলোর ধারাবাহিতকায় সোমবার দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ পয়েন্ট।

 

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৬ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৬৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫৯ কোটি ৮ লাখ ৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির এবং আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১০৬ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮২৫ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ১৪৮ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির এবং ১৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।