ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী বাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ঊর্ধ্বমুখী বাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

সূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ফলে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও বোরবার বেড়েছে ৬৯ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২৮ পয়েন্টে।

ডিএসইর তথ্য মতে, বোরবার ডিএসইতে ৫০ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৫৫৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ১ হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪০৮ কোটি টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার কোটি টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০২ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮টির এবং আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্য দিবসের চেয়ে ২২৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ২ লাখ ৪১ হাজার ৪৬০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৪ কোটি ৭০ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১২১ কোটি টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৫২টির এবং ২০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এমএফআই/‌এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।