ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে শেয়ারের হাতবদলের ইতিহাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ডিএসইতে শেয়ারের হাতবদলের ইতিহাস

ঢাকা: ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের পালে হাওয়া লেগেছে। এর ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দুই খাতের প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে। আর এদিনে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হাওলার (শেয়ারের হাত বদল) ইতিহাস গড়লো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি ৬ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ডও গড়েছে ডিএসই।

ডিএসইর সূত্র মতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (জানুয়ারি ২৩) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে ৭০ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১২৩টি শেয়ার হাতবদল হয়েছে। এর আগে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৬৮টি শেয়ার হাতবদল হয়েছিলো।

যা ডিএসই’র ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হাতবদলের রেকর্ড।

শেয়ার হাওলার রেকর্ডের পাশাপাশি এদিন ডিএসইতেও ৬ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২১৮০ কোটি টাকার। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

দুই খাতের শেয়ারের মধ্যে ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, দাম কমেছে ১টির, অপরিবর্তিত রয়েছে ১টি শেয়ারের দাম। এদিন ব্যাংক খাতে ৫০৪ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪৩ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৬৫ শতাংশ। ‍

এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০ কোম্পানির, কমেছে ২টির আর অপরিবর্তিত রয়েছে ১টি শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৯৭ লাখ ২ হাজার টাকার। ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ সময়:২০৪৯ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।