মঙ্গলবার (৩১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।
এর মধ্যে উদ্যোক্তাদের অংশ রাখা হয়েছে ৫ কোটি টাকা। বাকি ৪৫ কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বে-মেয়াদি ফান্ডটি নিয়মিত বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রয় করবে।
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে এইচএফ অ্যাসেট ম্যানেজম্যান্ট। এছাড়া ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএফআই/জেডএস