ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা তিন কার্যদিবস পর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ নভেম্বর) লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে।

দিনভর সূচক পতন শেষে এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬৬ পয়েন্ট কমেছে।

সূচকের পাশাপাশি এ দিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেন।

এর আগে গত সপ্তাহের বুধবার (২২ নভেম্বর), বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এবং চলতি সপ্তাহের রোববার (২৬ নভেম্বর) টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে। তবে তার আগের দিন মঙ্গলবার সূচক পতন হয়েছিলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ কারণে উভয়বাজারে দরপতন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, সোমবার বাজারে ২৬ কোটি ৯১ লাখ ৬ হাজার ৬৩০ টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ ২হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৯০ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৪ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার। তারও আগের দিন লেনেদেন হয়েছিলো ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই‘র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ২৬৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১২ দশমিক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৬ দশমিক ১৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮১৪ টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছে ৩৩কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৬৮৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬১৫ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।