ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনেদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে দুই দিন সূচক পতনের পর টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

তবে এর আগে টানা তিন কার্যদিবস সূচক বেড়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১৬ কোটি ২ লাখ ৬২ হাজার ৬১২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬২০ কোটি ৭ লাখ ৯৭ হাজার টাকা।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৯ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯২৮ কোটি ৯১ লাখ ২ হাজার টাকার শেয়ার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ০ দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩০কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৮০৮ টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ৩৫১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ১৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮১৪ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।