ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিএসই-৫০ সূচক পুনর্গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সিএসই-৫০ সূচক পুনর্গঠন

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ‘সিএসই-৫০’ সূচক পুনর্গঠন করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংক। আর তালিকা থেকে বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট।

নতুন এ তালিকা কার্যকর হবে আগামী ৫ মার্চ থেকে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
পুনর্গঠিত সিএসই-৫০ ইনডেক্সে থাকা কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, দি সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ইউসিবিএল, ইর্স্টান ব্যাংক, সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এসিআই, এমজেএল বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা অয়েল, যমুনা অয়েল, সোশ্যাল ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিলস, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, ওরিয়ন ফার্মা, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডেসকো, খুলনা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং আরএকে সিরামিকস।
 
পাঁচ সূচকে চলা সিএসই’র সূচকগুলো প্রতি ছয় মাস অন্তর অন্তর এই সূচক পুনর্গঠন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।