ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে পুঁজিবাজারের সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
সূচকের উত্থানে পুঁজিবাজারের সপ্তাহ পার

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ মার্চ) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

ব্যাংক, বিমা ও আর্ধিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে পয়েন্ট।

 

সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনও। অন্যদিকে ডিএসইতে লেনদেনও বেড়েছে, তবে কমেছে সিএসইতে। এর ফলে টানা সাত কার্যদিবস সূচক পতনের পর ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৯ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৯৬৯ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৮ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৫০টির এবং ৩৪টির অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩৩৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ৩১২ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।