ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
টানা দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী সূচক

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বেড়েছে বাজার মূলধন।

 

সোমবার দিনের লেনদেন শুরু হয় সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে। এরপর ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় বেলা পৌনে ১২টা থেকে সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। যা দিনের বাকি সময় অব্যাহত ছিলো।  

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৯ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৭৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪১ কোটি ৮৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপর বাজার সিএসই’র সার্বিক সূচক ১৭৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৬ লাখ টাকা। এর আগের দিনে লেনদেন হয়েছিলো ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৭ লাখ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

বাংলাদশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।