ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

চার কার্যদিবস পর সূচক বাড়লো পুঁজিবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
চার কার্যদিবস পর সূচক বাড়লো পুঁজিবাজারে

ঢাকা: টানা চার কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার (১৬ এপ্রিল) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এরপর আইসিবিসহ সরকারি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি সময় লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা চার কার্যদিবস পর সূচকের উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৭৭২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১২ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৫৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৯ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৯ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৩ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৭ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।