ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা দ্বিতীয় দিন কমলো সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
টানা দ্বিতীয় দিন কমলো সূচক ও লেনদেন

ঢাকা: সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে উভয় বাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১২ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৮০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৭ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৩৯ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমএফআই/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।