ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে একদিন দরপতনের পর টানা দুইদিন উত্থান ঘটেছে দেশের দুই বাজারে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয়দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৮০ পয়েন্ট বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) কিছু আর্থিক প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বস্ত্র খাতসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ার সূচকের উত্থানের মধ্যদিয়ে দিনের লেনদেন হয়েছে। ফলে রোববার বড় দরপতনের পর সোম ও মঙ্গলবার উত্থান হয়েছে বলে মনে করেন তারা।
 
ডিএসই-এর তথ্যমতে, সোমবার এ বাজারে ১৪ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৮৪২টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৪৯ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকার। তার আগের দিন ৩৭১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছিলো।

এদিন ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় এক হাজার ২২৬ পয়েন্টে।  

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে এক হাজার ৮৭৬ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।  

এদিকে সিএসইতে সার্বিক সূচক ১৮০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৪৯টির এবং ২৫টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা। তার আগের দিন ১৪ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকা লেনদেন হয়েছিলো।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।