ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এ বছর পুঁজি কমলো ৩৫ হাজার কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এ বছর পুঁজি কমলো ৩৫ হাজার কোটি টাকা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনী বছর ২০১৮ সালে পুঁজিবাজারে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে ৩৫ হাজার ৫৯৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই বলছে, ২০১৮ সালে ডিএসইতে মোট ২৪২ কার্যদিবসে লেনদেন হয়েছে এক লাখ ৩৩ হাজার ৫৯ কোটি ১৩ লাখ টাকা।

এর আগের বছর ২৪৮ কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি ৭১ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ৮৩ হাজার ৩৬৮ কোটি টাকা বা ৩৮.৪৩ শতাংশ কম।

এসময়ে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের বছরের চেয়ে ৮৫৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচেকর মধ্যে ডিএস-৩০ সূচক ৪০২ পয়েন্ট কমে এক হাজার ৮৮০ পয়েন্টে এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী বছরে ডিএসই’র বাজার মূলধন ৩৫ হাজার ৫৯৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার কোটি টাকায়।

ফলে সরকারও এ খাত থেকে রাজস্ব বঞ্চিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।