ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বায়রা লাইফকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
বায়রা লাইফকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা বায়রা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

ঢাকা: বায়রা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে সাড়ে চার কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি বিমা আইন ২০১০-এর ৩০ ধারা ও ৩২ ধারা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে বলে আইডিআরএ’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায় মূল্যায়নকরেনি এবং দায় মূল্যায়ন প্রতিবেদন আইডিআরএ কাছে জমা দেয়নি। যা বিমা আইন ২০১০-এর ৩০ ও৩২ ধারা লঙ্ঘন।

এ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে চার কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই ধরনের আইন লঙ্ঘনের মধ্যে ২০১০-এর ১৩০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিবছরের জন্য ৫ লাখ টাকা করে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। আর  গত ৭ বছর ধরে ৩২ ধারা আইন লঙ্ঘন অব্যাহত থাকায় প্রতিদিন ৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০১২ সালের অক্টোবর থেকে চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এ জরিমানা করা হয়েছে।

যোগাযোগ করা হলে আইডিআরএ’র সদস্য ড. এম মোশাররফ হোসেন বলেন, জীবন বিমা কোম্পানির জন্য দায় মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছরই জীবন বিমা কোম্পানির দায় মূল্যায়ন করতে হয়। কোম্পানির পলিসি বোনাস, লভ্যাংশ দায় মূল্যায়নের ওপরই নির্ভর করে। কিন্তু বায়রা লাইফ সাত বছর ধরে দায় মূল্যায়ন না করে আইন লঙ্ঘন করেছে। এ জন্য কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে।

বায়রা লাইফের বিরুদ্ধে গ্রাহকের দাবি পরিশোধ না করা এবং নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়েও আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেব। তবে দায় মূল্যায়নের জন্য যে জরিমানা করা হয়েছে, সেটি একটি নির্দিষ্ট অপরাধের জন্য।

তিনি আরও বলেন, শুধু বায়রা লাইফ নয়, অন্য যে কোম্পানিগুলোও নিয়মিত দায় মূল্যায়ন করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন কোম্পানি কোন সময় থেকে কোনসময় পর্যন্ত দায় মূল্যায়ন করেনি তা আমরা ক্ষতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।