ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজার মেলা শুরু ২৮ ফেব্রয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
পুঁজিবাজার মেলা শুরু ২৮ ফেব্রয়ারি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯

ঢাকা: রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯’ অর্থাৎ পুঁজিবাজার মেলা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। চলবে ২ মার্চ পর্যন্ত। চতুর্থবারের মতো এ মেলাটির আয়োজন করছে অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক।

শনিবার (১২ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দেশের শীর্ষ ব্রোকারহাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার স্টল নিয়ে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে।

 

এক্সপো উপলক্ষে পুঁজিবাজার ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। তাতে খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, বিশ্লেষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব (সিএস) প্রমুখ অংশ নেবেন।

এবারও সরকারের একজন মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এক্সপো উদ্বোধন করবেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার উপস্থিত থাকবেন। সেইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) দায়িত্বশীল কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।