ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনেও পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
সূচক পতনেও পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (১৩ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। এ নিয়ে টানা তিনদিন সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৫৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২৯২ ও ২০০৫ পয়েন্টে রয়েছে।

বুধবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ৮ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ৪৫ মিনিটে সূচক আরো ২ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১১টার দিকে একই অবস্থান ধরে রাখে সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করে। তবে এরপর একটানা সূচক নিম্মমুখী হতে থাকে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০৮ কোটি ১২ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৭ কোটি টাকা বেশি। আগের দিন (১২ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৯৯ লাখ টাকার।

এদিকে বুধবার ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো-ডাচ্-বাংলা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড এয়ার, ব্রাক ব্যাংক, উত্তরা ব্যাংক, সিঙ্গার বিডি, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, প্রিমিয়ার ব্যাংক ও রূপালী ব্যাংক।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।  

সিএসইতে ২০ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।