ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হলো এসএস স্টিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হলো এসএস স্টিল

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে এসএস স্টিল কোম্পানি লিমিটেড। যা আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন কোম্পানির আইপিও বাজারে আসলে ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসইএক্স সমন্বয় করে।

এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে এসএস স্টিল। এসএস স্টিল অন্তর্ভুক্তির মাধ্যমে ডিএসইএক্স সূচকের সংখ্যা দাঁড়ালো ২৮২টি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।