ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর বৈঠক ২ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর বৈঠক ২ জানুয়ারি

ঢাকা: বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি এবং এর টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী ২ জানুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএসই’র ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২ জানুয়ারি বিকেল তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ অংশ নেবেন।

এর আগে গত ৯ ডিসেম্বর ডিএসইর ৯৪১তম পর্ষদ সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর বৈঠকের সময় চেয়ে চিঠি দেয় ডিএসই।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।