মঙ্গলবার (২৮ জানুয়ারি) কমিশনের ৭১৬তম সভায় এ জরিমানা করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, রিজেন্ট টেক্সটাইল ৩০ জুন ২০১৬ এবং ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী প্রস্তুত না করায়, আর্থিক বিবরণীতে মিথ্যা ও ভুল তথ্য দেওয়ায় এবং চাহিতব্য তথ্য কমিশনে দাখিল না করায় কোম্পানিটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস)-১ এর প্যারা ১৫, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮, কমিশনার নোটিফিকেশন নম্বর-এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন/০৩-৩০ ডেটেড জুন ১, ২০০৯ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১১(২) লঙ্ঘন করায় তাদের জরিমানার সিদ্ধান্ত নেয় কমিশন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসএমএকে/ওএইচ/